শেষদিনে ঢিলেঢালা ভাবে চলছে মনোনয়ন ফরম সংগ্রহ
আজ বৃহস্পতিবার (০৮ফেব্রুয়ারি) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেষ দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি চলছে।
সরেজমিন ঘুরে দেখা যায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ চলছে শেষ দিনে (বৃহস্পতিবার) অনেকটাই ঢিলেঢালাভাবে । গত ৬ ফেব্রুয়ারি প্রথম দিনে প্রার্থীদের উপচেপড়া ভিড় পরিলক্ষিত করা গেলেও একদিন পর ও আজকে শেষদিনে (বৃহস্পতিবার) একেবারে জনমানবশূন্য অবস্থা বলা যায়।
তবে ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে মনোনয়ন ফরম জমা দানের স্থানে। সেখানে প্রার্থীসহ পরিবারের সদস্য,শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের সাথে এনে জমা দিচ্ছেন,গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। সে অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। সংরক্ষিত নারী আসনে ভোট অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।
এদিকে দলীয় সূত্রে জানানো হয়েছে, আওয়ামী লীগ আগামী (১৪ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে দশটায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের এক সভা আহ্বান করেছেন। সে সভায় বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ সংসদীয় আসনে ৫০টি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিশ্চিত করা হবে।