সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

ইমরান সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছে পাকিস্তানের নির্বাচনে

নিজস্ব প্রতিবেদক / ৩১২ Time View
Update : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

পাকিস্তানে বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, ফল ঘোষণা হওয়া পাকিস্তান জাতীয় পরিষদের (এনএ) ১৫টি আসনের মধ্যে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থীরা পাঁচটি, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা চারটি ও পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ছয়টিতে জয়ী হন।

জঙ্গি হামলার বাড়বাড়ন্ত, অর্থনৈতিক সংকট ও ব্যাপক রাজনৈতিক মেরুকরণের মধ্যে গতকাল ভোট দেন পাকিস্তানিরা। এ ভোটে সুস্পষ্ট কোনো বিজয়ী দেখছেন না বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন বিশ্লেষকরা।

নির্বাচন ভোটগ্রহণ হওয়ার দীর্ঘসময় পরও জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে অল্প কয়েকটির ফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)।

এদিকে ধীরে ধীরে ফল ঘোষণার মধ্যেই ইমরানের দল পিটিআই দাবি করেছে, জাতীয় পরিষদের ১৫৪ আসনে এগিয়ে রয়েছেন দলটির সমর্থন পাওয়া স্বতন্ত্র প্রার্থীরা।

পিটিআইয়ের দাবি, পিএমএল-এন ৪৭টি, পিপিপি ৪৭টি, এমকিউএম চারটি ও জেইউআই চারটি আসনে এগিয়ে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর