শমসের আলম ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা
মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশকে বিশেষ সম্মাননা প্রদান।
‘নিয়মিত খেলাধুলা করো মাদক মুক্ত সমাজ গড়ো’ স্লোগান নিয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কাঠালতলী গ্রামে সন্ধ্যা ৬টায় উপজেলা ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ‘শমসের আলম ভূইয়া ফাউন্ডেশন’।
ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল আলম অনুর সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য হাজি মহিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সায়েদুর রহমান টেপা, শমসের আলম ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা আলম, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোকদার, জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, শমসের আলম ভূইয়া ফাউন্ডেশনের পরিচালক সাফিন সিদ্দিকী শিপলু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য আনিসুর রহমান রিয়াদ, সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটু প্রমুখ।
অনুষ্ঠানে ‘শমসের আলম ভূইয়া ফাউন্ডেশন’ কতৃর্ক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় বিশেষ অতিথি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশকে সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক শরিফুল আলম অনু ও অন্যতম পরিচালক শাফিন সিদ্দিক শিপলু।