বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

তদ্বির শিখতে ইন্সস্টিটিউট খোলার কথা বললেন সরকার দলের এমপি

নিজস্ব প্রতিবেদক / ৩৫৪ Time View
Update : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
ফাইল ছবি

এলাকার উন্নয়নমুলক কাজ পেতে তদ্বির শিখতে ইন্সস্টিটিউট খোলার কথা বলেছেন পটুয়াখালী-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এস এম শাহাজাদা। রাস্তাঘাটসহ এলাকার উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে ডিও লেটার (আধা সরকারি পত্র) দিয়ে এবং সংসদে বক্তব্য দিয়েও কোন লাভ হচ্ছে না বলে অভিযোগ তুলে তিনি তদ্বির শেখার ইন্সস্টিটিউট খোলার কথা বলেন।

সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্পিকারকে উদ্দেশ্য করে শাহজাদা বলেন, আমরা সংসদে কথা বলি। আমাকে ৭ মিনিট  সময় দিয়েছেন। এজন্য লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। আমরা কথা বলি, কথাগুলোর বাস্তবায়ন হওয়ার প্রয়োজন। তা না হলে শুধু কথা বলবো এলাকার লোকজন ফেসবুকে দেখবেন এটা তো! আমরা যে কথাগুলো বলি এটার যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে তা বাস্তবায়ন হওয়া দরকার। বাস্তবায়নে আমরা মন্ত্রণালয়ে ডিও দেই। সংসদে কথা বলি। এছাড়া তো বাকি কোন জায়গা নেই।

তিনি অভিযোগ করে বলেন, আমরা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু বৈষম্য দেখি। আমরা দেখি কোন না কোন আসনে বিস্তর কাজ হয়। অনেক রাস্তা যায়। সেখানকার জনগণ ভোট দেয়। সেখানকার জনগনের ভোটাধিকার একটি। আমার এলাকার জনগনের ভোট একটি। এরপরও আমরা অনেক সময় বৈষম্যের শিকার হই। এই বৈষম্য থেকে আমার নির্বাচনী এলাকা মুক্তি পাবে এই প্রার্থণা করি। না হলে জানতে চাই- কীভাবে ডিও লেটার দিয়ে কীভাবে তদ্বির করতে হয়। এই তদ্বির করার জন্য কোন ইন্সস্টিটিউট খুলতে হবে। সেখানে গিয়ে আমরা তদ্বির শিখবো এবং তদ্বির করে কাজ নেবো।

শাহজাদার এ বক্তব্যের সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে সমর্থন জানান।

তিনি বলেন, তার নির্বাচনী এলাকা গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে রোগীদের গায়ে পলেস্তারা খসে খসে পড়ে। ফ্যান খুলে চিৎিসকরা আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর