অস্ট্রেলিয় প্রধানমন্ত্রী বাগদান সারলেন ভালোবাসা দিবসে
অস্ট্রেলিয় প্রধানমন্ত্রী ভালোবাসা দিবসে তাঁর দীর্ঘ দিনের ভালোবাসার মানুষটিকে আনুষ্ঠানিকভাবে সঙ্গী করে নিলেন।
অ্যান্থনি অ্যালবানিজ তার চার বছরের সঙ্গী জোডি হেইডনের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন।
বিশ্ব ভালোবাসা দিবসে (ভ্যালেনটাইনস ডে) ক্যানবেরায় অস্ট্রেলিয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লজ-এ বিশেষভাবে নকশা করা একটি আংটি জোডিকে দিয়ে প্রস্তাব (প্রোপোজ) দেন অ্যালবানিজ।
২০২০ সালে মেলবোর্নে একটি ব্যবসায়িক নৈশভোজে অ্যালবানিজ (৬০) ও জোডির (৪৫) মধ্যে প্রথম সাক্ষাৎ হয়েছিল।
অ্যালবানিজই প্রথম অস্ট্রেলীয় নেতা, যিনি প্রধানমন্ত্রীর দপ্তরে থাকাকালে বাগদান করলেন।
জোডির সঙ্গে তোলা একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তার সঙ্গে বাগদানের খবর সবাইকে জানিয়েছেন অ্যালবানিজ। ছবির ক্যাপশন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, ‘তিনি (জোডি) “হ্যাঁ” বলেছেন। ’
অ্যালবানিজ-জোডি জুটি পরে একটি যৌথ বিবৃতি দিয়েছেন। বলেছেন, তারা খবরটি জানাতে পেরে রোমাঞ্চিত, উত্তেজিত।
তারা তাদের বাকি জীবন একসঙ্গে কাটাতে চান। তারা পরস্পরকে খুঁজে পেয়ে অনেক ভাগ্যবান।
বাগদানের ঘোষণার পর এই জুটিকে অনেকে অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে আছেন দেশটির পার্লামেন্টের বিভিন্ন সদস্য, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন, জনপ্রিয় টিভি শেফ নাইজেলা লসন।
শুভেচ্ছা জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ভালোবাসা একটি সুন্দর বিষয়। আমি আপনাদের উভয়ের জন্য খুব খুশি!’
অ্যালবানিজের আগে বিয়ে হয়েছিল। তার সাবেক স্ত্রীর নাম কারমেল টেবুট। তিনি নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার। ১৯ বছরের বিবাহিত জীবনের পর ২০১৯ সালে দুজনের বিচ্ছেদ হয়। তাদের এক ছেলে আছে। তার নাম নাথান অ্যালবানিজ (২৩)।