দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে : রুহুল আমিন হাওলাদার
সরকারের উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বিরোধী দলের সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, বাংলাদেশ পরিবর্তন হয়েছে। আধুনিক বাংলাদেশ হয়েছে। এ কথা আমাদের স্বীকার করতে হবে। বিরোধী দলে থেকেও সত্যের গান গাইবো। জয়ের গান গাইবো।
রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবেরও পর বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশৃঙ্খলা, অরাজকতা, সন্ত্রাস ও নৈরাজ্য হলে নির্বাচন সুষ্ঠু হত না। যারা প্রস্তুত ছিলো নির্বাচন ভন্ডুল করবে। তারা করলো না। তাদের যে বিবেকের বিষয়। চিন্তা করলো- না, ধ্বংসের পথে যাবো না। তাদেরকে বলবো আগামীতে এই সংসদে আসেন। একটি শান্তির নীড় আমরা তৈরি করি এই সংসদকে। যেখানে জাতীয় সমস্যার আমরা সমাধান করবো।
ছয়বার সংসদে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা ছয়বার সংসদে এসেছি। সরকারে থাকলে হয়তো একটু বেশি কাজ করা যায়। কিন্তু জোটে থাকলেও কম করা যায় না। আমরা এক যোগে আছি। জোটে ছিলাম। এখন জোটের কাছাকাছি না কী? আমি এ ব্যাপারে কিছু বলবো না। আমরা চেয়ারম্যান জি এম কাদের সাহেবের নেতৃত্ব বিরোধী দলে আছি।
তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একযোগে কাজ করতে হয়। তাহলে দেশের উন্নয়ন হয়। দেশের শান্তি থাকে। স্থিতিশীলতা থাকে। মানুষের নিরাপত্তা থাকে। বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। উন্নতশীল দেশে পদার্পণ করতে যাচ্ছি।
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রসঙ্গ টেনে রুহুল আমিন বলেন, মহামান্য রাষ্ট্রপতিও উৎকণ্ঠার মধ্যে আছে। রাষ্ট্রপতি ভেবেছেন বাংলাদেশ একটি চ্যালেঞ্জ মোকাবিলা করছে। কঠিন সময় অতিক্রম করতে হবে। সবকিছু এখানে ভালো। কিন্তু দুর্নীতি নির্মুল করার জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা নিতে হবে। দুর্নীতিবাজকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। দেশের বাইরে এত টাকা চলে গেছে। বিরোধী দল হিসেবে বলবো- এভাবে দেশের টাকা বিদেশে চলে যায়। আর আমরা এখানে নীরব থেকে অনারিয়াম নিচ্ছি- এটা হতে পারে না। সংসদ সদস্যদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।