শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

না ফেরার দেশে পাড়ি জমালেন কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ

নিজস্ব প্রতিবেদক / ৩২৬ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

৬০-এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেগম হাসিনা মমতাজ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাদ জোহর ধানমন্ডি ৬/এ ঈদগাহ মসজিদে জানাজা শেষে রাজধানীর একটি কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

৬০-এর দশক থেকে কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন হাসিনা মমতাজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্রী ছিলেন এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ৬৯ এর গণআন্দোলন এবং ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংগীতের মাধ্যমে স্বাধীনতাকামী মানুষকে অনুপ্রেরণা দেন তিনি।

সংগীতে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শিল্পকলা পদক লাভ করেন তিনি।

‘তন্দ্রাহারা নয়ন আমার’, ‘কেন এক বন্দি পাখি’, ‘ঐ দূরের বলাকা সাঁঝের আকাশে’, ‘মন নেবার আগে’, ‘সাতটি সাগর পাড়ি দিয়ে’, ‘আমার যেন একটু সময় নেই হাতে’র মতো জনপ্রিয় গানের জন্য দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর