সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

মিথ্যাচার করা বিএনপির রাজনীতিতে অপরিহার্য-কাদের

শেখ সাদী খান / ২৪৯ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

মিথ্যাচার চিরজীবনই বিএনপির রাজনীতিতে অপরিহার্য। এটা তাদের চিরাচরিত মিথ্যাচারের ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডি ৩/এ, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের নিজেদের সীমান্ত রক্ষায় সদা জাগ্রত প্রহরী। আজকে মিয়ানমারে যে অস্থিরতা বিরাজ  করছে এর ফলে সীমান্তে নিরাপত্তা জনিত, নিরাপত্তার ঝুঁকি থাকতে হতে পারে, কাজেই আমরা এ বিষয়ে প্রস্তুত আছি, আমাদের প্রস্তুতি আছে।

বিএনপিকে ভাঙ্গার চেষ্টা করছে সরকার এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির রাজনীতিতে মিথাচার চিরজীবন অপরিহার্য। এটা তাদের চিরাচরিত মিথ্যাচারেরই ধারাবাহিকতা। তাদের সাথে জনগণ নেই, কর্মীরা হতাশ। এখন কিছু না কিছু বলে কর্মীদের কাছে, পাবলিকের কাছে থাকতে চাচ্ছে।

সরকার সংসদের বিরোধী দল ও সংসদের বাইরের বিরোধী দল ভাঙ্গার চেষ্টা করছে এমন অভিযোগের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, আজকে যারা জাতীয় পার্টির বিরোধী দল গঠন করেছে সংসদে। এর বাইরে যারা জাতীয় পার্টির নামে কোন একটা ভাগ সৃষ্টি করছে সেটা তাদের নিজেদের ব্যাপার। এর প্রক্রিয়ার সঙ্গে জাতীয় সংসদের কেউ নেই। বাইরে যারা করছে তারা পার্লামেন্ট এর সাথে জড়িত না তাই আমাদের এনিয়ে মাথা ব্যথা বা কোন উদ্বেগ নেই।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কিছু কিছু বাড়ছে, কিছু কমছে। কমার প্রবণতা বিদ্যমান। চলমান বিশ্ব সংকটের প্রতিক্রিয়া আমাদের দেশে হবে এটাই খুব স্বাভাবিক। কথা হচ্ছে এই ব্যাপারে সরকার কোন ঔদাসিন্যে দেখিয়েছে কি না। সরকার তো এখানে সক্রিয়। আমরা তো চেষ্টা করে যাচ্ছি। আমরা নিষ্ক্রিয় হয়ে বসে নেই। আমাদের যা করণীয় আমরা তা করছি।

উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম এমপি, এস এম কামাল হোসেন এমপি, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক এডভোকেট সায়েম খান, সদস্য আনিসুর রহমান, মারুফা আক্তার পপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন কামাল,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লী এর দপ্তর সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর