শিরোনাম
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ঘানার পররাষ্ট্রমন্ত্রী
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় সফররত ঘানার পররাষ্ট্র বিষয়ক ও আঞ্চলিক সংহতি মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
জাদুঘর পরিদর্শনের সময় ঘানার পররাষ্ট্রমন্ত্রীকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট অন্ধকার রাতে সংঘটিত জঘন্য অপরাধ সম্পর্কে অবহিত করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঘানার প্রতিনিধিরা দ্বিপাক্ষিক সফরের জন্য ঢাকায় এসেছেন এবং তাদের অবস্থানকালে দু’দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে বেশ কয়েকটি বৈঠক করবেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর