সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

৫৭ এসএসসি পরীক্ষার্থী ভুয়া, কেন্দ্রসচিবসহ সবাই আটক

নওগাঁ প্রতিনিধি / ২০৬ Time View
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
সরফতুল্লাহ মাদরাসা কেন্দ্র

নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ মাদরাসা কেন্দ্রের ৫৭ এসএসসি পরীক্ষার্থীর সবগুলোই ভুয়া। এরই মধ্যে ওই কেন্দ্রের ৫৭ শিক্ষার্থীসহ সচিবকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মাওলা।

জানা গেছে, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মাসুদ হোসেন।

এর আগে অনুষ্ঠিত বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় একইভাবে অংশ নিয়েছিলেন ওই শিক্ষার্থীরা।

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব গণমাধ্যমকে জানিয়েছেন, ৫৮ জনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেকের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। ছবিসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যাচাই শেষে প্রকৃত ভুয়া শিক্ষার্থীর সংখ্যা জানা যাবে।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয় চলতি বছরের (২০২৪ শিক্ষাবর্ষ) এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর