বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

দেশের মানুষ নির্ভয়ে উচ্চ কণ্ঠে কথা বলতে চায় : রিজভী

নিজস্ব প্রতিবেদক / ১৬২ Time View
Update : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

‘দেশের মানুষ নির্ভয়ে উচ্চ কণ্ঠে কথা বলতে চায় এবং একুশে ফেব্রুয়ারির চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি- ভাষা শহিদদের দেখানো পথ অনুসরণ করে সেই অধিকার আদায় করব’ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

অমর একুশে ফেব্রুয়ারি, ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বায়ান্ন’র ভাষা আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের নেতা-কর্মীরা দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল ১০টা ৪৭ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পৌঁছান এবং বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা-শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

একুশের দিন সকাল ৭টায় রাজধানীর নীলক্ষেতে বলাকা সিনেমা হলের সামনে কালো ব্যাজ ধারণ করে জড়ো হন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সেখান থেকে তারা প্রথমে আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা আন্দোলনে শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যান।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা সব ধরনের দমন-পীড়ন সহ্য করে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে নেমেছে।

‘দেশের মানুষ নির্ভয়ে উচ্চ কণ্ঠে কথা বলতে চায় এবং একুশে ফেব্রুয়ারির চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। আজকের এই দিনে আমরা শপথ নিচ্ছি- ভাষা শহীদদের দেখানো পথ অনুসরণ করে সেই অধিকার আদায় করব।’

এক প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক বলেন, ‘আমাদের এক দফা আন্দোলন থেমে নেই। আন্দোলন চলছে। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

‘বর্তমান সরকারের পতন এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা এক দফার আন্দোলন চালিয়ে যাব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর