মুক্তি পেলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
তিন মাসের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আজ বুধবার কাশিমপুর কারাগার থেকে বিকেল চারটার দিকে তিনি মুক্তি পান।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গত ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুরিশ। পরদিন তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। রিমান্ড শুনানিতে সেদিন মোয়াজ্জেম আদালতকে জানিয়েছিলেন, তিনি কিডনি রোগে ভুগছেন। পরে গত বছরের ৩১ ডিসেম্বর পুরোনো একটি মামলায় মোয়াজ্জেমের তিন বছর কারাদণ্ড দেন আদালত।
এদিকে, ১৫ ফেব্রুয়ারি কারাগার থেকে ছাড়া পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর ১৯ ফেব্রুয়ারি জামিনে কারাগার থেকে ছাড়া পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এ ছাড়া সম্প্রতি বিএনপির নেতাদের মধ্যে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর বিএনপির উত্তরের সদস্যসচিব আমিনুল হক এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী।