সাইবার সিকিউরিটি ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের পাশে জাপান
পৃথিবীব্যাপী তথ্য প্রযুক্তির উন্নতির সাথে সাথে সাইবার নিরাপত্তা ঝুকিও বেড়েছে । বাংলাদেশের সাইবার সিকিউরিটিও হুমকির মধ্যে আছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, বিদ্যুৎ, অর্থ এবং টেলিকম খাত বেশি হুমকিতে রয়েছে। সাইবার সিকিউরিটির ঝুঁকি মোকাবিলায় জাপানের কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে জাপান রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক শেষে এসব বলেন পলক।
এসময় তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে মহাপরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করবে জাপান।
জাপান রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সাংবাদিকদের বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ যে ধরনের প্রযুক্তিগত সহায়তা চাইবে জাপান সব ধরনের সহায়তা করে পাশে থাকবে।