বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন

নাকের ভিতর ৬৮টি দেশলাই কাঠি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

ডেস্ক রিপোর্ট / ৮৫ Time View
Update : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
ছবি সংগৃহীত

তথ্য- প্রযুক্তির এই যুগে পৃথিবীর এক প্রান্তের ঘটনা অন্য প্রান্তের মানুষের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। বিশেষ করে অদ্ভূত ঘটনাগুলো মানুষকে দ্রুত পরিচিত করিয়ে দেয়। সম্প্রতি নাকের ভিতর দেশলাই কাঠি গুঁজে গিনেজ বুকে নাম লিখিয়েছেন এক ব্যক্তি। তার নাম পিটার ভন ট্যানজেন বুসকভ।

৩৯ বছর বয়সী এই যুবক ডেনমার্কের অধিবাসী।

পিটার সম্প্রতি দুই নাকের ভিতর ৬৮টি দেশলাই কাঠি গুঁজে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। নতুন রেকর্ড করতে কমপক্ষে ৫৪টি দেশলাই কাঠি দুই নাকের ছিদ্রে গুঁজতে হতো পিটারকে। পিটার এই সংখ্যাকেও ছাড়িয়ে গেছেন। তিনি মোট ৬৮টি দেশলাই কাঠি নাসারান্ধ্রে গোঁজেন। এর পরেই গিনেস খেতাব পান।

পিটার বলেছেন, সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এরপরেও নাকে চোট পাইনি। সম্ভবত নাকের ছিদ্র বড় হওয়ায় এবং ত্বকের প্রসারণ ক্ষমতা ভালো হওয়াতে এই রেকর্ড করতে সুবিধা হয়েছে।

অবাক করা তথ্য হচ্ছে, নাকের ছিদ্রে দেশলাই কাঠি গুঁজে বিশ্ব রেকর্ড করলেও অতীতে, এমনকি ছেলেবেলায়ও কখনও এমন কাণ্ড ঘটাননি তিনি।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর