মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

প্রীতি ক্রিকেট ম্যাচে বিজয়ী দল ঢাকা মহানগর দ: আ:লীগ দপ্তর সেল একাদশ

শেখ সাদী খান / ২৫৭ Time View
Update : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির  উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রিয়াজ উদ্দিনের নেতৃত্বে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

রাজনীতিকদের প্রাণবন্ত খেলার মাঠের লড়াইয়ে কেন্দ্রীয় দফতর টিমকে হারিয়ে জয় পেলো ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দফতর টিম। তবে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচে শুরুতে ব্যাট করেন আওয়ামী লীগের দফতর টিম, তাদের সংগ্রহ ১২১ রান। শেষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর টিম ১২২ রান করে ম্যাচে জয় তুলে নেয়।

ম্যাচ শেষে বিজয়ী টিমের হাতে পুরস্কার তুলে দেন সাবেক এমপি ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তারানা হালিম। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে এমন একটি সুন্দর আয়োজন দেখে আমার খুবই ভালো লাগছে। দুই পক্ষই আওয়ামী লীগের, তাদের সবাইকে অভিনন্দন জানাই। আশা করি আওয়ামী লীগের এই ধারা অব্যাহত থাকবে। আমরা বিভিন্ন সময় এমন আয়োজন করতে পারি। আমরা সাংবাদিকদের সঙ্গেও একটি ম্যাচের আয়োজন করতে পারি।’

খেলায়-অংশগ্রহণকারীদের-সঙ্গে-অতিথিরা
খেলায় অংশগ্রহণকারীদের সঙ্গে অতিথিরা (ছবি: আয়োজকদের সৌজন্যে)

বিজয়ী টিমের পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, ‘খেলায় হার-জিত থাকবেই। সুস্থ দেহ সুস্থ মন বজায় রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। আজ সবারই বিজয় হয়েছে। এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে। খেলাধুলার চর্চা বজায় থাকলে তরুণ প্রজন্ম মাদক এবং নেতিবাচক কাজকর্ম থেকে দূরে থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর