প্রীতি ক্রিকেট ম্যাচ: ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ দপ্তর সেল একাদশ বিজয়ী

খেলার মাঠে রাজনীতিকদের প্রাণবন্ত লড়াইয়ে কেন্দ্রীয় দপ্তর টিমকে হারিয়ে জয় পেলো ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর টিম। গতকাল শনিবার রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন।
ম্যাচের শুরুতে ব্যাট করে আওয়ামী লীগের দপ্তর টিম। তারা সংগ্রহ করে ১২১ রান। জবাবে ব্যাট করতে নেমে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর টিম ১২২ রান করে জয় তুলে নেয়।
ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
ম্যাচ শেষে বিজয়ী টিমের হাতে পুরস্কার তুলে দেন সাবেক এমপি ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তারানা হালিম।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকমুক্ত দেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন, খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রম এই ঘোষণা বাস্তবায়নে বড় ভূমিকা পালন করবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে এমন একটি সুন্দর আয়োজন দেখে আমার খুবই ভালো লাগছে। দুই পক্ষই আওয়ামী লীগের। তাদের সবাইকে অভিনন্দন।আশা করি আওয়ামী লীগের এই ধারা অব্যাহত থাকবে। আমরা বিভিন্ন সময় এমন আয়োজন করতে পারি। আমরা সাংবাদিকদের সঙ্গেও একটি ম্যাচের আয়োজন করতে পারি।’
তারানা হালিম বলেন, ‘খেলাধুলা তরুণ প্রজন্মকে ডিভাইস আসক্তি থেকে দূরে রাখতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম হয়েছিল একে অপরের সঙ্গে যোগাযোগ করতে কিংবা জনমত তৈরির জন্য। কিন্তু বর্তমানে এর অপব্যবহার বেশি হচ্ছে। যার প্রভাব তরুণ প্রজন্মের ওপর পড়ছে। সময়ের সঙ্গে সঙ্গে তরুণ প্রজন্ম ডিজিটাল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। এ থেকে পরিত্রাণে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
খেলাধুলায় নিজে পিছিয়ে ছিলেন তবে আগ্রহের কমতি নেই জানিয়ে তিনি বলেন, ‘ঘরে বসে না থেকে খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার বিষয়টি বরাবরই আমরা গুরুত্ব দিয়ে আসছি।’
নিজ দলের মধ্যে এই প্রীতি ক্রিকেট ম্যাচ দুই দপ্তরের নেতাকর্মীদের মধ্যে আরও সুন্দর সম্পর্ক গড়ে দেবে এমন আশা প্রকাশ করেন তারানা হালিম। তিনি বলেন, ‘এই ক্রিকেট খেলায় এসে বেশ ভালো লাগছে। নিজেদের মধ্যেই দুটো দল খেলছে। তাই আমরা দুটো দলকেই সমর্থন করছি। তবে আমার পরাজিত দলের প্রতিই সমর্থন বা সহানুভূতি বেশি থাকে। কেউ তো আসলে হারার জন্য খেলে না।’
এ সময় নিজের পছন্দের খেলাগুলোর মধ্যে আগে অলিম্পিকে তীর ধনুক, ম্যারাথন খেলাগুলো বেশি ভালো লাগতো বলেও মন্তব্য করেন তারানা হালিম।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, ‘আমরা আওয়ামী লীগের দুটি দপ্তরের নেতাকর্মীরা প্রীতি ক্রিকেট খেলায় অংশ নিয়েছি।এতে করে আমাদের মধ্যকার আন্তঃসম্পর্ক ও সৌহার্দ্য আরও বাড়বে। এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য থানাভিত্তিক ম্যাচের আয়োজন করব। এতে করে তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তারাও রাজনীতির পাশাপাশি উৎফুল্ল থাকবেন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদকমুক্ত দেশ গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই। তবে খেলায় হার-জিত থাকবেই। সেটি বড় কথা নয়। বরং আমরা সবাই একসঙ্গে মিলে খেলায় অংশ নিচ্ছি এটিই বড় বিষয়।আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।’
সোনালী বার্তা/এসআর