সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

‘গজল কিং’ পঙ্কজ উদাস চলে গেলেন না ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক / ৩৫৭ Time View
Update : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

গজল গানের অন্যতম নক্ষত্র পঙ্কজ উদাস তাঁর অগণিত ভক্ত-শ্রোতাদের কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।সঙ্গীতের এ নক্ষত্রটি ঝরে পড়লো সোমবার (২৬ ফেব্রুয়ারি)।

দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন গজল সংগীতের এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব।তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পঙ্কজ উদাসের মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়। বলা হয়েছে, ‘অত্যন্ত ভারী মনের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস প্রয়াত হয়েছেন, ২৬ ফেব্রুয়ারি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।’

চার দশকের সংগীত ক্যারিয়ারে হিন্দি সিনেমা এবং ইন্ডি-পপের জগতে তার অবদান ভোলার নয়। লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, আশি ও নব্বইয়ের দশকে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া এই সব গজল আজও ভুলতে পারেনি শ্রোতা-দর্শকরা।

‘নাশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসাফার’-এর মতো জনপ্রিয় অ্যালবাম রয়েছে তার ঝুলিতে। জগজিৎ সিং-কে বলা হয় ‘গজল সম্রাট’। আর সংগীতপ্রেমীদের কাছে ‘গজল কিং’ পঙ্কজ উদাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর