সত্যকে তুলে ধরতে তথ্য পুল গঠন করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, অপতথ্যের বিপক্ষে সত্যকে তুলে ধরার জন্য তথ্য পুল গঠন করতে হবে। এ তথ্য পুল থেকে ওআইসি সদস্য দেশগুলো তথ্য আদান-প্রদানের মাধ্যমে সত্য তথ্য বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরতে পারবে।
রোববার তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় গণহত্যার বিপক্ষে। আমরা ফিলিস্তিনের পাশে আছি।
তিনি আরো বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা বিশেষ করে শিশু, নারী, বয়োজ্যেষ্ঠ বেসামরিক ব্যক্তি, দায়িত্বরত সাংবাদিক, মানবাধিকার কর্মীদের নির্বিচারে হত্যাকাণ্ডের কথা বিশ্বের সবাই জানে। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও এ বিষয়ে বিশ্বব্যাপী অপতথ্য প্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ওআইসিভুক্ত দেশগুলোকে একত্রে কাজ করতে হবে।
এমআর