বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

দ্বাদশ সংসদের নারী হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম

নিজস্ব প্রতিবেদক / ৪৯৬ Time View
Update : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদে নারী হুইপ হলেন সদ্য শপথ নেওয়া সংরক্ষিত আসনের সদস্য, রাজনৈতিক অঙ্গনে সাহসী ও সংগ্রামী ব্যক্তিত্ব অ্যাডভোকেট সানজিদা খানম।

এ্যাডভোকেট সানজিদা খানম। সানজিদা খানম হুইপ নির্বাচিত হওয়ায় সরকার দলীয় মোট হুইপ হলো ৬ জন।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাসহ মোট পাঁচ জন। মাশরাফী ছাড়া বাকি চার জন হুইপ হচ্ছেন- দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নারায়ণগঞ্জ-২ আসনের মো. নজরুল ইসলাম বাবু এবং কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার কমল। আর সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয় মাদারীপুর-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে। তিনি একাদশ সংসদেও চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন।

সোনালী বার্তা/এসআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর