শিরোনাম
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন
আজ (২৯ ফেব্রুয়ারি, ২০২৪) বৃহস্পতিবার সকাল ১১টায় ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘Voices of the World: A Celebration of International Mother Language Day’ অনুষ্ঠানে চিফ কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
প্রতিবেশী দেশ ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানের চিফ কি নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
২৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য ভয়েসেস অব দ্য ওয়ার্ল্ড :অ্যা সেলিব্রেশন অব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অনুষ্ঠানে চিফ কি-নোট স্পিকার হিসেবে অংশ নেন তিনি।
একইদিনে বিকেল ৬টা ৪৫ মিনিটে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এমব্রেসিং লিঙ্গুইস্টিক ডাইভারসিটি : এন ইন্টারেক্টিভ কালচারাল ইভিনিং ইন কমেমোরেশন অব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন।
মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম, স্বাধীনতা ও মুক্তির আন্দোলন, সাংস্কৃতিক স্বকীয়তা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং কল্যাণধর্মী পৃথিবীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে উপজীব্য করে আন্তর্জাতিক ছাত্র আন্দোলনে নির্ধারক ভূমিকা পালন করতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিশ্রুতিবদ্ধ।
কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, উল্লিখিত সময়ে অথবা দেশে ফেরার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাকিবুল হাসান রাকিব(সহ-সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ)।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর