উত্তরবঙ্গের সঙ্গে বন্ধ রাজধানীর রেল যোগাযোগ
টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাতটা ৭মিনিটের দিকে টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল ঘারিন্দা স্টেশন পুলিশ অফিসার মো.আলী আকবর।
তিনি বলেন, টাঙ্গাইলের লোকাল কমিউটার ট্রেন টাঙ্গাইল ঘারিন্দা স্টেশন থেকে ছেড়ে যান সকাল ৭টা ৭ মিনিটে। এর কিছুক্ষণ পরেই জেলার মির্জাপুর উপজেলায় ছয়শ গ্রামে পৌঁছেলে ট্রেনটি ইঞ্জিন বিকল হয়। তবে তিনি জানান দ্রুত কাজ চলছে ঢাকা থেকে ইঞ্জিন আসছে।
এদিকে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনে, লোকাল নাইনটি ট্রেন বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনে, বনলতা এক্সেপ্রেস ট্রেন বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় স্টেশনে আটকা পড়েছে এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশনে আটকা পড়েছে।
এমআর