শিরোনাম
এনআইডি জালিয়াত ও সহায়তকারীদের কোনো ছাড় নয় সিইসি

জাতীয় পরিচয়পত্র জালিয়াতির বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
শনিবার বিকালে নির্বাচন ভবনে ভোটার দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সিইসি জানান, এনআইডির গুরুত্ব অনেক বেড়েছে। এটা এখন অপরিহার্য। সম্পত্তি ভাগাভাগি নিয়ে সংকট দেখা যায়। এদের সংখ্যা খু্ব বেশি নয়, যারা অতি চালাক তারা একাধিক কার্ড করে ফেলেন। এনআইডি এখন অনেকটাই সুষ্ঠু অবস্থায় এসে পৌঁছেছে।
জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে কেউ কেউ প্রতারণার আশ্রয় নেয়-এ বিষয়ে কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন সিইসি।
নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের সহকর্মীদের বলবো-সতর্কতার সঙ্গে কাজ করবেন। প্রতারণার জন্যে বিশেষ করে জায়গা, জমি বেহাত করার জন্য অবৈধভাবে যে এনআইডি করা হয় কেউ যদি করে থাকে, আমাদের কারো যেন কমপ্লিসিটি (কুকর্মে সহায়তা) না থাকে। বিভ্রান্ত হয়ে, ভুল করে দিতে পারেন; কিন্তু সচেতনভাবে অপরাধের কাজের জন্য কেউ করে তাহলে আমাদের ট্রলারেন্সি জিরো হবে। আমরা ওই ধরনের কর্মকর্তাদের পুলিশে হস্তান্তর করবো।
সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো-এমন প্রতিপাদ্য নিয়ে ভোটার দিবস পালন করছে ইসি। এ অনুষ্ঠানে নির্বাচন কশিমন সচিবসহ নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, “ভোটার দিবসের একটা বড় লক্ষ্য হওয়া উচিত ভোটারদের উজ্জীবিত করা, তারা যেন বৃদ্ধিমত্তার সাথে স্বাধীনভাবে মতামত ব্যক্তদ করতে পারেন ব্যালটের মাধ্যমে। তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারেন, তাদের পছন্দের সরকার গঠন করতে পারেন এটাই মূখ্য।
তিনি জানান, অনেকে ভোট দিতে যান না এমনও বলেছেন অনেকে। তার কারণ থাকতে পারে, অনেকে বলেন ভোট দিয়ে কি হবে, সঠিক ভোট দিতে পারবো কিনা-ভোটের ব্যাপারে যে অনাস্থা সৃষ্টি হয়েছিল তা কাটিয়ে উঠার প্রয়োজন ছিল। কিন্তু একটা বড় দল অংশ নেয় নি, স্বাভাবিকভাবে অনেকে অনাগ্রহ হয়ে থাকতে পারে। আমাদের কাজ হচ্ছে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা। গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হলে ইসির বড় দায়িত্ব রয়েছে। …আমাদের স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করতে হবে। তবে যারা শক্তিশালী তারা অন্যের স্বাধীনতা পছন্দ করেন না। সবাইকে স্বাধীনভাবে ও সাহসিকার সাথে কাজ করতে হবে।”
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর