বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন নতুন প্রতিমন্ত্রীরা
ঐতিহাসিক ধানমন্ডি ৩২ এ, সকালে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন সদ্য গঠিত নতুন প্রতিমন্ত্রীগণ।
আজ শনিবার (২রা মার্চ) সকাল ১০ টায় ঐতিহাসিক ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রতিমন্ত্রীগণ শ্রদ্ধা জানান৷
এ সময় উপস্থিত ছিলেন, আবদুল ওয়াদুদ, প্রতিমন্ত্রী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ,
মো:শহীদুজ্জামান সরকার, প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়।
নজরুল ইসলাম চৌধুরী, প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যগণ:
ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শামসুন্নাহার চাপা, প্রতিমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়।
ওয়াশিকা আয়েশা খান, প্রতিমন্ত্রী অর্থ মন্ত্রণালয়।
নাহিদ ইজহার খান প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।