মির্জা ফখরুলের সঙ্গে গণতন্ত্র মঞ্চ ও ১২ দলের বৈঠক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন যুগপৎ আন্দোলনে থাকা শরিক ১২ দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।
শনিবার (২ মার্চ) বিকালে ১২ দলীয় জোট ও সন্ধ্যার পর বাসায় গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেন তিনি।
এ দিন রাত ৯টার দিকে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেন, ‘আজকের মিটিংয়ে পাবলিক কোনও বিষয় ছিল না। সৌজন্য সাক্ষাৎ ছিল।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মান্না, তানিয়া রব, শেখ রফিকুল ইসলাম বাবলু।
এর আগে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব। শনিবার ৪টার সময় বৈঠক অনুষ্ঠিত হয়। জোটের একজন নেতা জানান, সৌজন্য সাক্ষাৎ ছিল।