চ্যালেঞ্জ সবারই আছে কাজে ভয় পেলে চলবে না : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
প্রথমবারের মত রোববার নিজ দপ্তরে আসেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব সারেন তিনি। নাহিদ ইজাহার খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার উপরে আস্থাটা রেখেছেন এবং আমাকে নতুন দায়িত্ব পালনের জন্য দিয়েছেন। সেটা আমি শতভাগ পূর্ণ করতে চেষ্টা করব। চ্যালেঞ্জ সবারই আছে কাজে ভয় পেলে চলবে না। ভয় পাওয়ার কিছু নেই। আমি মুক্তিযোদ্ধার সন্তান। প্রধানমন্ত্রী কেবিনেটে ওই রকম সব মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে এসেছেন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সেও মুক্তিযোদ্ধার সন্তান। নওফেলও ভয় পায় না; আমিও ভয় পাই না। এবং পুরো কেবিনেটে যারা আছেন আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনাতে বিশ্বাস করি এবং নিশ্চয়ই আমরা পারব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো আমাকে সংসদ সদস্য হিসেবে নিয়ে এসেছেন। সত্যি বলতে এটি একটি চমক যে আমাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করেছেন। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এটা আমার সবচেয়ে বড় গর্বের জায়গা। আজকে আমি এখানে সবার সঙ্গে বসছি পরিচয় হওয়ার জন্য। আজকে আমার প্রথম কর্মদিবস এখানে, আমি সবার সঙ্গে পরিচিত হলাম। আমাদের কিছু প্ল্যান ও প্রোগ্রাম আছে সেগুলো নিয়ে আজকে কথা বলেছি। আগামীতে আমরা কি করবো সেই অনুষ্ঠানগুলো নিয়েও আমরা আজকে কিছু আলোচনা করব।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, গতকাল বইমেলা শেষ হয়েছে। কিন্তু আমি বলব আমাদের সবার বই পড়ার চর্চাটা যেন থাকে।
তিনি বলেন, আমাদের শিল্পী যারা আছেন অসুস্থ কিন্তু আর্থিক সমস্যার কথা বলতে পারেন না আমরা তাদের পাশে গিয়ে দাড়াব।
সোনালী বার্তা/এসআর