ষড়যন্ত্র-হত্যার মাধ্যমে ক্ষমতায় এসেছে বিএনপি: বাহাউদ্দীন নাছিম
আওয়ামী লীগ জনগণের সমর্থনেই ক্ষমতায় এসেছে এবং টিকে থেকেছে, কিন্তু বিএনপি হত্যা-ক্যু- ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
রোববার (৩ মার্চ) রাজধানীর মালিবাগে শহীদ ফারুক ইকবালের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও আলোচনা সভায় তিনি বলেন, বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেয় না। তাদের কোনো আন্দোলনই সফল হবে না।
যারা ধ্বংসের রাজনীতি করে সেই অপশক্তি মোকাবেলা করা হবে উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক শক্তিকে মাথা উচু করে দাঁড়াতে দেয়া হবে না।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ে যারা সিন্ডিকেট করে তারা দেশের শত্রু। বাজার সহনীয় রাখতে সিন্ডিকেট চক্রকে ছাড় দেয়া হবে না।