শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন

জাল মুদ্রার সরবরাহ বন্ধ এবং বাজার নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক / ১৯১ Time View
Update : বুধবার, ৬ মার্চ, ২০২৪

আইনশৃঙ্খলা বাহিনীকে ঈদকে ঘিরে দেশে জাল মুদ্রার সরবরাহ ঠেকাতে অভিযান অব্যাহত রাখার এবং এ বাজার নজরদারি বাড়ানোরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (৬মার্চ বুধবার) রাজধানীর র্কুর্মিটোলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদরদপ্তরে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ঈদ সামনে এলে দেশে জাল মুদ্রার সরবরাহ বেড়ে যায়। জাল মুদ্রার সরবরাহ বন্ধে এবং বাজার নজরদারি বাড়ানোরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন,রমজান হলো সংযমের মাস। কিন্তু এই মাসে সংযম না করে কিছু অসাধু ব্যবসায়ী লোভী হয়ে ওঠে সেদিকে নজরদারি বাড়াতে হবে। অভিযান তো চলছে, তবে এদিকে আরও খেয়াল রাখতে হবে। অভিযান অব্যাহত রাখতে হবে।
সুন্দরবন জলদস্যুমুক্ত করার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রেখেছে র‍্যাব। এ ছাড়া বনদস্যুদের আত্মসমর্পণ করে পুনর্বাসন করেছে তারা। জলদস্যুরা যেন আবারও বিপথে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাদের জীবনের প্রয়োজনে যা দরকার সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের জীবিকার পথ আরও ভালোভাবে খেয়াল রাখতে হবে।
স্যাংশন ইস্যুতে তিনি বলেন, র‍্যাব সব সময় নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে। মানুষের অধিকার সংরক্ষণে যারা কাজ করেছে তাদের ওপর কীভাবে স্যাংশন আসে।
দেশের সম্পদ কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নতি করতে হবে বলেও তাগিদ দেন প্রধানমন্ত্রী।
এ ছাড়াও কিশোর গ্যাং ও মাদকের বিস্তাররোধে র‌্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের দেশকে আরও উন্নত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর