সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

যারা গণতান্ত্রিক চর্চা এবং ধারাবাহিকতাকে নষ্ট করতে চায় তাদের বিপক্ষে ঐক্যবদ্ধ হতে হবে- নাছিম

শেখ সাদী খান / ২৭২ Time View
Update : বুধবার, ৬ মার্চ, ২০২৪

গণতান্ত্রিক চর্চা ও গণতান্ত্রিক ধারাবাহিকতাকে যারাই নষ্ট করুক না কেন তাদের বিপক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম
আজ বুধবার( ৬ মার্চ) রাজধানীর মতিঝিল ‘সাউথ পয়েন্ট নগর ব্যায়ামাগার’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ ফ মা বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে আমরা  রক্ষা করবো। এবং গণতান্ত্রিক ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ , জাগ্রত বাংলাদেশ এবং বীরের জাতি হিসেবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলবো । যে সোনার বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ , সে সোনার বাংলাদেশ হবে ধণী-গরীবের ব্যবধানহীন, বৈষম্যহীন একটি  বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে একটি আধুনিক আত্মমর্যাদাশীল এবং সুন্দর শান্তিময় বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো এই হল আমাদের লক্ষ্য ।
নাছিম আরও বলেন, মাদকের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে অভিযান পরিচালিত হচ্ছে তা অব্যাহত থাকবে। এর পাশাপাশি আমাদেরকেও মাদকের বিরুদ্ধে তৈরি থাকতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। মাদকের বিরুদ্ধে আমরা যদি সফল হই তবেই মাদকমুক্ত অংশ হিসেবে এই ব্যায়ামগারগুলো একটি গুরত্বপূর্ণ ভুমিকা পালন করবে ,ব্যায়াম করলে শারীরিক ও মানসিকতা ভালো থাকে তাদেরকে মাদক কখনোই আসক্ত করতে পারেনা। মাদকমুক্ত বাংলাদেশ গড়া প্রধানমন্তীর দৃঢ় অঙ্গীকার ।
মাদক ব্যবসা যারা করে মাদক সম্রাট/ সম্রাজ্ঞী যেই হোক না কেন তাদের হাত থেকে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ রক্ষা করার জন্য এ ধরণের উদ্যোগকে সমর্থন করতে হবে এবং এই ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে মাদকমুক্ত সমাজগঠনে প্রত্যেকে ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, সন্ত্রাসমুক্ত দেশ গঠন করতে হলে মাদকমুক্ত সমাজ গঠন করত হবে।মাদকমুক্ত সমাজের মধ্য দিয়েই আমাদের আগামীর তরুণ প্রজন্ম গড়ে উঠবে তেমনি ভাবে সন্ত্রাসবাদ, চাদাবাজের হাত থেকে বাংলাদেশ মুক্ত হবে। তাই শেখ হাসিনার অন্যতম লক্ষ্যই হল সন্ত্রাসবাদ, চাদাবাজ এবং মাদকমুক্ত বাংলাদেশ। আজকে এই মতিঝিলে যে ব্যায়ামগাড় গড়ে উঠলো এটার মতো করেও ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনেও এই একই উদ্যোগে ব্যায়ামগার নির্মাণ করে ঢাকা শহরকে মাদকমুক্ত করতে তারাও বলিষ্ট ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্ধ ও স্থানীয় কাউন্সিলরগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর