বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

সুপার টুয়েসডে-তে ট্রাম্প বাইডেনের জয়জয়কার

আন্তর্জাতিক ডেস্ক / ১৫৭ Time View
Update : বুধবার, ৬ মার্চ, ২০২৪
ফাইল ছবি

মঙ্গলবার (৫ মার্চ) ছিল সেই সুপার টুয়েসডে। মানে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রার্থী বাছাইপর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় এই দিনটিকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডেমোক্রেটিক পার্টির বাছাইপর্বে ১৪টির অঙ্গরাজ্যের মধ্যে ১৩টিতেই জয়ের আভাস পেয়েছেন জো বাইডেন। এর আগে তিনি আইওয়া ককাসেও জয়ী হয়েছেন।

আর রিপাবলিকান পার্টির বাছাইপর্বে ১৫টির অঙ্গরাজ্যের মধ্যে ১০টিতে ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বুথফেরত জরিপে আভাস দেয়া হয়েছে।

চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন আমেরিকাজুড়ে চলছে প্রার্থী বাছাইয়ের ভোট। প্রার্থী বাছাইয়ের ভোটে এখন পর্যন্ত বাইডেনকে তেমন বিরোধিতার মুখোমুখে পড়তে হয়নি। সুতরাং নভেম্বরের নির্বাচনে জো বাইডেন প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন, এ ব্যাপারে সবাই মোটামুটি নিশ্চিত।

তবে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থীর বাছাইপর্বে বেশ ঝক্কি পোহাতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি। ট্রাম্প-হ্যালির লড়াইয়ে সুপার টুয়েসডের ফলাফলকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

সুপার টুয়েসডেতে যে ১৫টি অঙ্গরাজ্যে ভোটাভুটির আয়োজন করা হয়েছে, সেগুলো হলো—আলাবামা, আলাস্কা (শুধু রিপাবলিকানদের ভোট), আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ইউটাহ, নর্থ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়া। এ ছাড়া আমেরিকান টেরিটরি সামোয়াতে শুধু ডেমোক্র্যাটদের ভোট হয়েছে।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর