বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন

দু’এক জায়গায় অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক / ২২৪ Time View
Update : শনিবার, ৯ মার্চ, ২০২৪

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ শনিবারের ভোট দু’চারটি অপ্রীতিকর ঘটনা ছাড়া সার্বিকভাবে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচনে কোথাও প্রভাবে খাটানো হয়েছে, হস্তক্ষেপ করা হয়েছে এমন অভিযোগ পাওয়া যায় নি।
শনিবার ভোট শেষে বিকাল পাঁচ টার দিকে এ প্রতিক্রিয়া জানান তিনি।
দুই সিটিতে গড়ে ভোটের হার প্রায় ৫০% হতে পারে বলে ধারণা দিয়েছে নির্বাচন কমিশন।
ময়মনসিংহে সব পদে সাধারণ নির্বাচন ওকুমিল্লা সিটিতে মেয়র পদে উপ-নির্বাচন হয়েছে। একই দিনে অনুষ্ঠিত দুই শতাধিক নির্বাচনের  অধিকাংশই উপ-নির্বাচন।
সিইসি বলেন, “ সকাল ৮টায় নির্বাচন শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। “কিছু কিছু জায়গায় দু’চারটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ১৮টি অপ্রীতিকর ঘটনায় ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লায় উল্লেখযোগ্য দু’একটি ঘটনা ঘটেছে।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আমাদের দৃষ্টিতে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে। কোনো অভিযোগ আমরা এখনো পাই নি যে প্রভাবে খাটানো হয়েছে, হস্তক্ষেপ করা হয়েছে । কুমিল্লায় কেন্দ্রের বাইরে গুলাগুলি হয়েছে, ছুরিকাঘাতও হয়েছে একটি কেন্দ্রে। তবে কেন্দ্রের ভেতরে ভোট প্রভাবিত হয় নি ।
এ সময় উপস্থিত নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, “শান্তিপূর্ণ হয়েছে। কুমিল্লায় প্রত্যেক প্রার্থীই কম বেশি শক্তি প্রয়োগ করেছে। ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
আইন শৃঙ্খলাবাহিনীকে জড়িতদের গ্রেফতার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি ৷ তিনি বলেন, আমরা বলেছিলাম (ঘটনায় জড়িতদের) যাকে পাওয়া যায় তাকেই যেন গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। পরবর্তীতে কোনো অভিযোগ পাই নি।”
এ নির্বাচন কমিশনার জানান, মেয়র পদে কুমিল্লায় বিকেল ৩টা পর্যন্ত ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে। আরও কিছু বাড়বে চার টার পরে চূড়ান্ত হিসাবে।
নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে ৪৯ শতাংশ ভোট পড়েছে। বিকেল চারটার পরও প্রকৃত হার জানা যাবে। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট চেয়েছিলাম। ভোটকেন্দ্রের বাইরে যে ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয়। তুলনা করলে খুই নগন্য এটা। সার্বিকভাবে আমরা বলতে পারি ভোট শান্তিপূর্ণ হয়েছে
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, ভোটের হারের ধারাবাহিকতা অনুযায়ী, বরগুনার আমলতী পৌরসভায় ৬০ শতাংশের মতো, পটুয়াখালীতে ৫০ শতাংশের বেশি ভোট পড়তে পারে।
পৌরসভা ভোটের বিষয়ে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে এখানে নির্বাচন হয়েছে। উৎসবমুখর পরিবেশে প্রত্যাশিত সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়েছে। কোথাও কোনো কিছু বন্ধ হয় নি” বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর