স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে টানা ৫ দিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে আজ সন্ধ্যায় দেশে ফিরলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার (০৯ মার্চ) সন্ধ্যা ৬ টায় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল ওবায়দুল কাদের এমপি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ নং ফ্লাইট যোগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় তিনি ঢাকায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ০৩ মার্চ ২০২৪, রবিবার স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে সিঙ্গাপুর ত্যাগ করেন।
এ সময় বিমানবন্দরে স্বাগত জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী, আনিসুর রহমান, আনোয়ার হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পণিরুজ্জামান তরুণ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রিয়াজ উদ্দিন রিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ।