প্রকল্প কাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি
প্রকল্প কাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদের ‘অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির বৈঠকে ক্ষোভ প্রকাশ করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সুপারিশ করা হয়।
সংসদীয় কমিটির প্রথম বৈঠকে বস্ত্র ও পাট এবং রেলপথ মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়। এ সময়ে মন্ত্রণালয় দুটির উন্নয়ন প্রকল্পগেুলোর কাজের ধীরগতিতে ক্ষোভ প্রকাশ এবং ব্যয় বৃদ্ধিরোধে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার সুপারিশ করা হয়।
বৈঠকে একজন প্রকল্প পরিচালককে একাধিক প্রকল্পের দায়িত্ব প্রদান না করা এবং প্রকল্প পরিচালককে বাধ্যতামূলকভাবে প্রকল্প এলাকায় সার্বক্ষণিক অবস্থানের সুপারিশ করা হয়।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতির সর্বশেষ হালনাগাদ তথ্য উপাত্ত আগামী এক মাসের মধ্যে কমিটির কাছে পাঠানোর জন্য নির্দেশনা দেয়া হয়।
কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব:) এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সালমান ফজলুর রহমান, মোঃ মাহবুবউল আলম হানিফ, মোহাম্মদ নজরুল ইসলাম, প্রান গোপাল দত্ত, অপাজিতা হক এবং মোঃ শাহরিয়ার আলম অংশগ্রহণ করেন।