মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ক্রিস্টিনা পিসকোভা

নিজস্ব প্রতিবেদক / ১৭৬ Time View
Update : রবিবার, ১০ মার্চ, ২০২৪

চেক প্রজাতন্ত্রের প্রতিযোগী ক্রিস্টিনা পিসকোভা জিতে নিলেন মিস ওয়ার্ল্ড ২০২৪ এর খেতাব।

বিশ্বের ১১৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে চেক প্রজাতন্ত্রের প্রতিযোগী ক্রিস্টিনা পিসকোভা জিতে নিলেন মিস ওয়ার্ল্ড ২০২৪ এর খেতাব। শনিবার (৯ মার্চ) ভারতের মুম্বাইয়ে প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্ট আয়োজিত হয়। সেখানে বিজয়ী হিসেবে নাম ঘোষণার পরে ক্রিস্টিনার মাথায় মুকুট পরিয়ে দেন ২০২২ সালের বিজয়ী ক্যারোলিনা বিলস্কা।

ক্রিস্টিনা পিসকোভা পেশায় একজন মডেল। ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি চেক প্রজাতন্ত্রের ট্রিনেচ শহরে জন্ম তার। বেড়ে উঠেছেন প্রাগে। আইন বিষয়ে পড়াশোনা করছেন এ তিনি। ক্রিস্টিনার হাত ধরে দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড খেতাব জেতার সম্মান অর্জন করলো চেক প্রজাতন্ত্র। এর আগে ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট পড়েছিলেন দেশটির প্রতিযোগী তাতানা কুচারোভা।

২৮ বছর পর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করেছে ভারত। ১২ জন বিচারকের প্যানেল ছিল এবারের প্রতিযোগিতায়। তার মধ্যে ছিলেন কৃতী শ্যানন, পূজা হেগড়ের মতো নামী বলিউড অভিনেত্রীরা। এছাড়াও ছিলেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সিইও জুলিয়া এলভিন মর্লি, অমৃতা, সাজিদ নাদিয়াদওয়ালা, হরভজন সিং, রজন শর্মা, জামিল সাইদ, বিনিত জৈন। উপস্থিত ছিলেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড মানশি চিল্লারও।মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্টে সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং ও বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। পারফর্ম করেছেন শান, নেহা কক্কর, টনি কক্করের মতো শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর