বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

সন্দ্বীপের জনগণের যাতায়াতের জন্য সী-ট্রাক ও ফেরি সার্ভিসের সুপারিশ-মাহফুজুর রহমান

নিজস্ব প্রতিবেদক / ৩০১ Time View
Update : রবিবার, ১০ মার্চ, ২০২৪

সন্দ্বীপের জনগণের যাতায়াতের জন্য সী-ট্রাক সার্ভিস চালুর সুপারিশ আনলেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। একই সাথে দেশের মূল-ভূখন্ড থেকে বিচ্ছিন্ন এ দ্বীপ উপজেলার সাথে ফেরি সার্ভিস দিবা-রাত্রি চালু রাখার সুপারিশও আনেন প্রথমবারের মত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পাওয়া চট্টগ্রাম-৩ আসনের এমপি মাহফুজুর রহমান।

রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ আসে।

সরকার দলীয় এমপি মাহফুজুর রহমান প্রথমবারের মত দ্বাদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি একাধিকবার একই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, মাহফুজুর রহমান কমিটির সদস্য থাকাকালে সন্দ্বীপের সাথে ফেরি ও সী-ট্রাক চালুর জন্য একাধিকবার প্রস্তাব দিয়ে আসলেও সেই অর্থে তা সুপারিশ আকারে উঠে আসেনি। এবার কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রথম বৈঠকেই তিনি নিজেই এ বিষয়ে প্রস্তাব আনেন। পরে তা কমিটি সুপারিশ আকারে গ্রহণ করে। সুপারিশে ফেরি সার্ভিস দিবা-রাত্রি চালুর পাশাপাশি এপ্রিল থেকে সেপ্টেম্বর ৬ মাস ফেরি ডাবল ট্রিপে চালু রাখার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গোলাম কিবরিয়া টিপু, মোঃ জাকারিয়া, ফিরোজ আহম্মেদ স্বপন, হাবিবুন নাহার এবং মোঃ আওলাদ হোসেন অংশগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর