শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে আইএলও মহাপরিচালকের সহযোগিতা কামনা আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক / ১১০ Time View
Update : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে আইএলও মহাপরিচালকের সহযোগিতা কামনা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
সুইজারল্যান্ডের জেনেভা সফররত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি গতকাল আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হোংবোর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে মন্ত্রী বাংলাদেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতা ও অংশীদারিত্ব অব্যাহত রাখার অনুরোধ জানান। মহাপরিচালক হোংবো সরকারের সদিচ্ছা ও গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতির প্রশংসা করেন। আইনমন্ত্রীর আমন্ত্রণের প্রেক্ষিতে মহাপরিচালক ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ সফরের ইচ্ছা ব্যক্ত করেন।
বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম চৌধুরি , প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, শ্রম সচিব ছাড়াও আন্তর্জাতিক শ্রম সংস্থার উর্দ্ধতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর