যুব মহিলা লীগকে মিলেমিশে কাজ করার নির্দেশ ওবায়দুল কাদেরের
অভিমান ভুলে মিলেমিশে সংগঠনের কাজ করতে যুব মহিলা লীগের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুব মহিলা লীগের নেতৃবৃন্দও একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানা গেছে।
বৃহস্পতিবার ১৪ মার্চ দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মতবিনিময় সূত্র মতে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুব মহিলা লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এর সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে ওবায়দুল কাদের সংগঠনের স্বার্থে সবাইকে রাগ অভিমান ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তখন যুব মহিলা লীগের নেতৃবৃন্দও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং সংগঠনকে কিভাবে আরও গতিশীল করা যায় সেই বিষয়েও একে অপরের সঙ্গে মিলে মিশে কাজ করবেন বলেও জানান যুব মহিলা লীগের নেত্রীরা।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজী, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি তাহেরা খাতুন লুৎফা, সাধারণ সম্পাদক শামীমা রহমান, ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক নিলুফা রহমান প্রমুখ।