৭ দিনের মধ্যে মহানগর মহিলা আ.লীগের কমিটি জমা দেয়ার নির্দেশ
আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ মহিলা আওয়ামী লীগের কমিটি জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার ১৪ মার্চ দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন ওবায়দুল কাদের। মহিলা আওয়ামী লীগ ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুব মহিলা লীগের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানতে চাইলে মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি সোনালী বার্তাকে বলেন, সংগঠনের সাংগঠনিক স্বার্থে যতদ্রুত সময়ের মধ্যে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ মহিলা আওয়ামী লীগের কমিটি দেয়া যেতে পারে সেই বিষয়ে দিক-নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে নিদিষ্ট করে সময়সীমার কথা বলা হয়নি।
ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারুল আক্তার সোনালী বার্তাকে বলেন, দ্রুত সময়ের মধ্যে কমিটি তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কমিটি জমা দেয়ার ক্ষেত্রে নিদিষ্ট কোনো সময়সীমা বেধে দেয়া হয়েছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, নিদিষ্ট সময়সীমা বেধে দেয়া হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা তারেখ দীপ্তি, সাধারণ সম্পাদক হাসিনা বারী, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম, সাধারণ সম্পাদক পারুল আক্তার, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজী, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি প্রমুখ।