ডিআরইউর প্রয়াত চার সদস্যের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব, বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম, সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ আহমেদ অটল, স্থায়ী সদস্য শহীদুল ইসলাম ও লায়েকুজ্জামানের রুহের মাগফেরাত কামনায় আজ ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান (হাবিব রহমান), সাঈদ শিপন, রফিক মৃধা ও মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া ডিআরইউ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আইনী ইলিয়াস, সাবেক কার্যনির্বাহী সদস্য আয়াতুল্লাহ আকতার, এস কে রেজা পারভেজসহ সদস্যরা উপস্থিত ছিলেন।