পবিত্র রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল
আজ শুক্রবার ,পবিত্র রমজান মাসের প্রথম জুমাবার। এই দিনে জুমার নামাজ পড়তে তাই ঢল নেমেছিল মসজিদে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শুরু করে দেশের বড় কী ছোট মসজিদ, সবখানে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড়।
আজ শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমে নামাজ শুরুর আগেই ভর্তি হয়ে গেছে মসজিদ প্রাঙ্গণ। তাই মসজিদের বাইরেও দেখা গেছে ভিড়।
মুসল্লিরা রমজান মাসের জুমায় বেশি সওয়াবের আশায় ছুটে আসেন মসজিদে জুমার নামাজ আদায় করতে ।
এদিকে, মুসল্লিদের নিরাপত্তা জোরদারে ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশ সদস্যদের।