বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

পানগাঁও বন্দরকে দ্রুতই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে – সালমান এফ রহমান 

নিজস্ব প্রতিবেদক / ১৩৯ Time View
Update : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

রাস্তার উপর চাপ কমাতে নদীপথে কার্গো আদান-প্রদানসহ পানগাঁও বন্দরকে আরো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সব ধরনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি ৷
শনিবার সকালে বন্দরটির বর্তমান পরিস্থিতি দেখতে পরিদর্শনে যান সালমান এফ রহমান এমপি ৷
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, আগামী এক মাসের মধ্যে বন্দরটির হ্যান্ডেলিং সমস্যার সমাধান হবে৷ বেশি পরিমাণে কার্গো এই বন্দরটিতে আসলেই শ্রমিকরা আরও বেশি পরিমাণে কাজ পাবে এবং তখনই তাদের সমস্যা সমাধান হবে৷ বেশি পরিমাণে কার্গো যাতে আসে তার জন্য কাজ করছে সরকার ৷
বন্দরটির কমিশনারকে সব ধরনের সহযোগিতা করা হবে জানিয়ে সালমান এফ রহমান বলেন, কমিশনার কথা দিয়েছেন বর্তমানে চলমান যেসব সমস্যা আছে তার সমাধানে তিনি সব ধরনের উদ্যোগ গ্রহণ করবেন ৷
সালমান এফ রহমান এমপি বলেন, বন্দরটির যেসব সমস্যা ছিল তা আজ আমরা চিহ্নিত করতে পেরেছি আশা করি খুব দ্রুতই এর সমাধান আমরা করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন,  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি, চিফ হুইপ, নূর ই আলম চৌধুরী এমপি,  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ বন্দরটির উর্ধ্বতন কর্মকর্তারা৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর