শিরোনাম
বিচার ও শাস্তির মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ এগিয়ে যাবে-খাদ্যমন্ত্রী
সমভাবে সম-মর্যাদা ও সম-উন্নয়ন না হলে স্মার্ট বাংলাদেশ হবে না বলে মনে করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, ১৯৭১ সালে সবাই মিলে যুদ্ধ করেছি। তাই মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
শনিবার (১৬ মার্চ) বাাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে দেওয়া বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, আমরা এর সারথি হতে চাই।
তিনি বলেন, সারা দেশে সংখ্যালঘু নির্যাতন ও মন্দির ভাঙচুরের ঘটনায় সরকার সোচ্চার। মূল কথা হলো অপরাধীদের শাস্তি নিশ্চিত হলে এমন অঘটন হবে না। বিচার ও শাস্তির মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ এগিয়ে যাবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর