টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
টাঙ্গাইলের মির্জাপুরে মাটিবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বহুড়িয়া ইউনিয়নের শফি উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন এবং দেউহাটা গ্রামের রতন বাকালির ছেলে সুশান্ত বাকালি।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বলেন, রাতে যাত্রী নিয়ে একটি অটোরিকশা দেউহাটার দিকে যাচ্ছিল। পথে মাটিবোঝাই একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক তোফাজ্জল হোসেন নিহত হন। আহত হন অটোরিকশায় থাকা ৫ যাত্রী। দ্রুত তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
এমআর