তাসকিনের জোড়া আঘাতে বাংলাদেশের দারুণ শুরু
সিরিজ নির্ধারণী ম্যাচে ঠিক এমন একটা শুরুই হয়ত প্রত্যাশা করেছিল বাংলাদেশ। তিন পরিবর্তন নিয়ে আজ আগে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। নতুন বলে যথারীতি হাজির হয়েছেন শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। শেষ ম্যাচে প্রথম ব্রেকথ্রু এনেছেন শরিফুল। আজ কাজটা করলেন তাসকিন।
গত ম্যাচের সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কা শুরুতেই ভুগেছেন শরিফুলের সুইংয়ে। বিভ্রান্ত হওয়ার পর তাসকিনের সামনে টিকতেই পারেননি। ফুললেংথের বল ডিফেন্ড করতে গিয়ে মিস করে গেছেন তিনি। বল প্যাডে লাগার পর আম্পায়ার রিচার্ড কেটেলবোরোর সিদ্ধান্ত রিভিউ করেননি। যদিও বল মিস করে যেত লেগ স্টাম্প। নিশাঙ্কা ফিরেছেন ১ রান করে।
এক ওভার বিরতি দিয়ে আবার উইকেটের দেখা পেল বাংলাদেশ। এবারও তাসকিনের দারুণ বোলিং। বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়েছেন আভিস্কা ফার্নান্দো। ক্যাচ জমা পড়েছে মুশফিকুর রহিমের হাতে। ব্যক্তিগত ৪ রানে প্যাভিলিয়নের পথ ধরেছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের স্কোর ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫ রান। ক্রিজে আছেন ইনফর্ম অধিনায়ক কুশাল মেন্ডিস। তাকে সঙ্গ দিচ্ছেন সাদিরা সামারাবিক্রমা।
এমআর