সিরিজ জয়ে বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
শ্রীলংকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলংকার বিপক্ষে জয়ী হলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। গুরুত্বপূ্র্ণ আজকের এই ম্যাচে লংকানদের বিপক্ষে ৪ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় নাজমুল হোসেন শান্তর দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে নির্ধারিত ৫০ ওভারে ২৩৫ রানে অলআউট হয় শ্রীলংকা। জবাব দিতে মাঠে নেমে ৪ উইকেট ও ৫৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টাইগাররা।
সৌম্য সরকারের কনকাশন সাব হিসেবে এদিন ওপেনিংয়ে নেমেছিলেন তানজিদ হাসান তামিম। সুযোগ পেয়ে সেটির দারুণ সদ্ব্যবহার করেছেন এই ওপেনার। খেলেছেন ৮১ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস। শুরুতে তার গড়ে দেওয়া ভিত্তির পরে শেষের ক্যারিশমা দেখিয়েছেন মূলত বোলার রিশাদ হোসেন। ১৮ বলে তার ঝোড়ো ৪৮ রানে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।