রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

পটুয়া নাজিরের ৬০ তম একক পটচিত্র প্রদর্শনী 

নিজস্ব প্রতিবেদক / ২৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বাংলার পটচিত্র, বাংলা সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যবাহী পটচিত্র । ‘বাঘের দেশে বৈশাখ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২ মার্চ রাজধানীর সাইন্সল্যাব, ধানমন্ডিতে ‘লা গ্যালারি , আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা,’ ধানমন্ডি ৬০ তম একক পটচিত্র প্রদর্শনী হতে যাচ্ছে ।
পটুয়া নাজির দীর্ঘদিন তার সুনিপুণ মেধার স্বাক্ষরতা রেখে চলেছেন দেশে-বিদেশে সমানভাবে। বাংলার প্রাণ-প্রকৃতি তার কল্পনার ক্যানভাসের মূল চরিত্র । শ্বাশত বাঙালির বেশে পটুয়া নাজিরকে সব সময় দেখতে পাওয়া যায়। লাল-সবুজ পতাকার আদলে তৈরি পোশাকে নিভৃত মনে একে চলেছেন শিল্পকর্ম । ভাব ও ভাবের অসামান্য সমন্বয়ের মিশেল থাকে তার চিত্রে ।
পটচিত্রে আবহমান বাংলার লোক কাহিনী গাজী কালু চম্পাবতী, ময়মনসিংহ গীতিক্‌  বনবিবি, বেহুলা লক্ষিন্দ্‌  গাজীরপট এবং সুন্দরবনের রাজা রয়েল বেঙ্গল টাইগার সব সময় বন্ধু বেশে পাশে থাকে ।
সুদীর্ঘ প্রায় ৩০ বছর ধরে নিবিড় মনে কাজ করে চলেছেন নাজির ।
পটুয়া  নাজির এর হাতের আঁকা বাঘ বানতোরা কুন মাসকট জাপান-বাংলাদেশ সৌজন্য দুত হিসেবে কাজ করছে।
পটুয়া নাজির এ যাবত ৫৯ টি একক পটচিত্র প্রদর্শনী করেছেন। দেশে-বিদেশে প্রায় ৪০০ টি যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।
পটুয়া নাজির হোসেন জন্ম ১৯৮২ দিনাজপুরের পার্বতীপুর ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর