শিরোনাম
মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনে ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত- কাদের

যেসব কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে সেগুলোর সম্মেলন করার কথা আমরা চিন্তা করবো। তবে এসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার মালিক হচ্ছে ওয়ার্কিং কমিটি। ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
আজ মঙ্গলবার ( ১৯ মার্চ) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা আমাদের সহযোগী সংগঠন এবং আমাদের জেলা ও বিভাগীয় পর্যায়ের সম্মেলন নিয়ে একে একে মত বিনিময় শুরু করেছি । এরমধ্যে আমরা মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ছাত্রলীগ এবং আজকে এখানে আসার আগে কৃষলীগের সাথে মত বিনিময় শেষ করে আসা হল। এরপর জাতীয় শ্রমিক লীগের সঙ্গেও মত বিনিময় সভা হবে ।
সহযোগী সংগঠন বলতে মেয়াদোর্ত্তীন হয়ে গেছে তাদের সাথে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব কিছুই আলোচনা হয়েছে। সেগুলো আমাদের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন আমরা ওয়ার্কিং কমিটির মিটিংয়ে উত্থাপন করবো যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। ঐ মিটিংয়েই আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো। এ মাসেই হওয়ার কথা ছিল কিন্তু হবেনা। ঈদের পরেই আলোচনা সভা হবে।
সহযোগী সংগঠনের বর্তমান যে পরিস্থিতি তাদের সম্মেলনের প্রয়োজন আছে কিনা জানতে চাইলে কাদের বলেন, যেগুলোর মেয়াদোর্ত্তীন হয়ে গেছে সেগুলোর সম্মেলন করার কথা আমরা চিন্তা করবো। তবে এসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার মালিক হচ্ছে ওয়ার্কিং কমিটি। ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত ।
এদিকে সংবাদ সম্মেলনের পর জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা সভায় বসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । তিনি শ্রমিক লীগ কে সম্মেলনের প্রস্তুতি নিতে বলেন। অন্যথায় কমিটি ভেঙ্গে দেওয়া হবে বলে জানান তিনি। এবং আর কোন শাখা কমিটি কেউ দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেন তিনি ।
রুদ্ধদ্বার বৈঠকে ওবায়দুল কাদের বলেন, এই রমজানে সভাপতি/ সাধারণ সম্পাদক একত্রে বসে সম্মেলনের তারিখ দিতে। না পারলে রোজার পর কমিটি ভেঙ্গে দিয়ে সম্মেলন করা হবে ।
১৯তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনার উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৯ নভেম্বর মাসে। সম্মেলনে ফজলুল হককে সভাপতি এবং কে এম আযম খসরুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
সম্মেলনের ১১ মাস পরে ১১ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন শ্রমিক লীগের চূড়ান্ত কমিটির অনুমোদন দেয়া হয়। তবে জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু মারা গেলে সভাপতির পদটি শূণ্য হওয়ায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. নূর কুতুব আলম মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় ২০২০ সালের ২৫ নভেম্বর।
কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের শীর্ষ দুই নেতার মাঝে অনৈক্য দেখা দেয় নানা বিষয় নিয়ে। এবং বৈরীতার এই বিষয়টি ক্রমেই আরও সকলের কাছে স্পষ্ট হতে শুরু করে।
প্রয়াত ফজলুল হক মন্টু জীবিত থাকা অবস্থায় সাধারণ সম্পাদক আজম খসরুর সঙ্গেও বেশ খানিকটা মনস্তাত্বিক দূরত্ব ছিল। তিনি মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাওয়া নূর কুতুব আলমের সঙ্গেও দূরত্ব তৈরি হয়।
সাধারণ কর্মীরা অভিযোগ করে বলেন, শ্রমিক লীগে সংগঠনের বাইরের প্রভাবশালী বলয়ের হস্তক্ষেপ থাকায় দিন দিন এর সাংগঠনিক দুর্বলতা এবং অনৈক্য বৃদ্ধি পেয়েছে । পরিস্থিতি এতোটাই নিয়ন্ত্রনহীণ হয়ে পড়ে যে, দলীয় কর্মসূচিগুলোতেও সভাপতি ও সাধারণ সম্পাদক আলাদা আলাদা দলের বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। সভাপতি-সাধারণ সম্পাদক কেউ কারো ছায়াও দেখেন না। আর সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারাও দুইভাগে ভাগ হয়ে গেছেন। যে কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে সংগঠনটি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের ১২ অক্টোবর শ্রমিক, মজদুর ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীন বাংলাদেশে সব গণতান্ত্রিক আন্দোলন এবং মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে জাতীয় শ্রমিক লীগ। এটি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সাথে জড়িত।
জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশের একটি স্বতন্ত্র জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন।একই সাথে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের সাথে যুক্ত। বর্ত্যমানে ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান,সাধারণ সম্পাদক আজম খসরু।
এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জি, শাহাবুদ্দিল ফরাজী, আনিসুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রিয়াজ উদ্দিন রিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর