ডেমরার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
ডেমরার স্পোর্টস গোডাউনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে ৯ ঘণ্টা পর । পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে। এছাড়া ভবন মালিক ভবনটিতে অগ্নিনির্বাপণে কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় ওই গুদামে আগুন লাগে।
খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ১০টি ইউনিটগুলোকে পাঠানো হয়। তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনীর দুটি ইউনিট। পরে সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুনের ভয়াবহতায় গুদাম এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, চার তলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সর্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।