মা হারালেন চিত্রনায়িকা পূজা চেরি
মা হারা হলেন এই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। রবিবার বেলা ১১টার দিকে রাজধানীতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা ঝর্ণা রায়।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
তিনি জানান, দীর্ঘদিন ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন ঝর্ণা রায়।
আবদুল আজিজ জানান, সম্প্রতি পূজার মা অসুস্থ হয়ে পড়লে তাকে মিরপুরের ডেল্টা হেলফ কেয়ারে ভর্তি করা হয়। সেখানে সাত দিনের মতো আইসিইউতে রাখার পর কিছুটা সুস্থ হন।
এরপর আইসিইউ থেকে বেডে নেওয়া হয় ঝর্ণা রায়কে। সেখানে আরও পাঁচ দিনের মতো তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপর গত তিন-চার দিন আগে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়।
এ প্রযোজক জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা অসুস্থতা ভুগছিলেন পূজা চেরির মা। এ অবস্থায় আজ রোববার বেলা ১১টার দিকে মৃত্যু হয়েছে তার।
এমআর