পাকিস্থানি সেনাবাহিনী হবে যুদ্ধাপরাধী পাকিস্থান হবে যুদ্ধাপরাধী রাষ্ট্র- নাছিম
স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও আমাদেরকে যুদ্ধাপরাধী, গণহত্যাকারীদের স্বীকৃতির জন্য দাবী জানতে হয়। আমাদের দেশের গণহত্যা সৃষ্টিতে পাকিস্থানি সেনাবাহিনী হবে যুদ্ধাপরাধী, পাকিস্থান হবে যুদ্ধাপরাধী রাষ্ট্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
সোমবার ( ২৫ মার্চ) দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর- দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ২৫ মার্চ গণহত্যা দিবসের সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাছিম বলেন, আজকে এই গণহত্যা দিবস কেন জাতিসংঘ থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছিনা কারণ শুধুমাত্র খুনি মোশতাক-জিয়া স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর পাকিস্থানি আল বদর হানাদেরদের মুক্তি দিয়ে দেশের মুক্তিযুদ্ধ, গণহত্যার সাথে পাকিস্থানের দালালদের খুনি জিয়া মুক্তি দিয়েছিল ।
তিনি আরও বলেন, যুদ্ধাপরাধী গোলাম আযমদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। শাহ আজিজ,নিজামিদেরকে মন্ত্রী বানিয়েছিল খুনি জিয়া এবং জিয়ার উত্তরসূরিরা। তার কারণে এই গণহত্যার জন্য আজও আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পাইনি।
তিনি আরও বলেন, গণহত্যাকারীদের এই গণহত্যা দিবসে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করবো, গণহত্যাকারীদের বিচার করবো। এটা আমাদের অধিকার, এটা আমাদের পাওনা । এই পাওনা আদায়ের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে। আর ঐ পাকিস্থানি দোসর জামায়াত-বিএনপি সাম্প্রদায়িক শক্তি যারা দেশের সাম্প্রদায়িক বিষবাষ্প দিয়ে দেশে ভারত বিরোধীতার নামে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে, নির্মূল করতে হবে। আমাদের শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের মুল্যবোধ গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবো। এটাই আমাদের গণহত্যা দিবসের প্রত্যয়, আমাদের প্রতীজ্ঞা।