শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন

বাংলাদেশের জলবিদ্যুৎ আমদানি চুক্তি সই হচ্ছে না : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১৩৫ Time View
Update : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

বাংলাদেশে সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুকের এবারের সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের জলবিদ্যুৎ আমদানি চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৫ মার্চ) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাজার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

ভুটানের ট্রাভেল ট্যাক্স বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি স্পেসিফিকভাবে আলোচনা করিনি। এগুলো হচ্ছে ওয়ার্কিং লেভেলের আলোচনা। মূলত বিবিআইএন-এ জয়েন করার বিষয়গুলো আলোচনা হয়েছে।

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনটি সমঝোতা চুক্তি হবে এবং একটি চুক্তি নবায়ন হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভুটান থেকে জলবিদ্যুৎ আমাদানি চুক্তি সই হবে কি না জানতে চাইলে তিনি বলেন, জলবিদ্যুৎ চুক্তি এই যাত্রায় সই হবে না। কারণ আমাদের আরেকটু কাজ করতে হবে। কবে আমরা আশা করছি খুব সহসাই সেটি আমরা সই করতে পারবো।

জলবিদ্যুতের মাঝখানে কি আছে জানতে চাইলে তিনি বলেন, ভারতের ওপর দিয়েই তো লাইন আসতে হবে। ভারত কিন্তু নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ফ্যাসিলিটেড করেছে, সুতরাং ভুটান থেকে আমদানির ক্ষেত্রেও সহায়তা করবে এটাই স্বাভাবিক।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর